এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর গড়মিলের কারণে এবার কপাল পুড়ছে স্বতন্ত্র প্রার্থীদের। প্রার্থিতা বাতিল হওয়া ৭৩১ জনের মধ্যে ৪২৩ জনই স্বতন্ত্র প্রার্থী।
প্রার্থিতা ফিরে পেতে প্রথমদিন যে ৪৩ জন আবেদন করেছেন তার মধ্যে ৩০ জন স্বতন্ত্র প্রার্থী। ৩০ জনের মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর গড়মিলের কারণে ২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ইসির সংশ্লিষ্টরা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেয়া দুই হাজার ৭১৬ প্রার্থীর মধ্যে ৭৪৭ জনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ৪২৩ জন। প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে আপিল করেছেন মনোনয়ন বাতিল হওয়া ৪৩ জন প্রার্থী।
ইসি সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের জন্য নির্বাচন কমিশনে ১০টি অঞ্চলের ১০টি বুথ স্থাপন করে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। আপিল শুনানি হবে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ওইসময় সিইসিসহ পুরো কমিশন বসে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আপিলের বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, কর্মকর্তারা চমৎকারভাবে আপিল আবেদনগুলো গ্রহণ করছেন। এগুলো আপিল শুনানিতে দাখিল করা হবে। পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেবো।
স্বাআলো/এস