খেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে ম্যাচ সব সময়ই বাংলাদেশের জন্য বাড়তি চাপের, উন্মাদনার। তবে এই ম্যাচটা স্বীকৃত নয় বলে নিজেদের ঝালিয়ে নেয়ার পাশাপাশি গুছিয়ে ওঠার দারুণ সুযোগ। এরপরো বাংলাদেশকে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কেননা কয়দিন আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই দুস্মৃতি ভুলে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আরেকটি বিশ্বকাপ খেলার প্রত্যাশা সাকিবের
শনিবার (১ জুন) নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুই দলের জন্যই আজকের প্রস্তুতি ম্যাচটি নিজেদের ঝালিয়ে নেওয়ার। মাঠে ১১ জন থাকলেও খেলার সুযোগ পাবেন স্কোয়াডে থাকা বাকিরাও। দুই দলের এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটির। নতুন এই মাঠে সাম্প্রতিক সময়ের ভুলগুলো শুধরে নতুন এক যাত্রা শুরু করতে চাইবে বাংলাদেশ। সেটি করতে পারলেই মূল টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসের জ্বালানি পাবে লাল-সবুজরা।
স্বাআলো/এস