স্পোর্টস ডেস্ক: আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। গ্রুপ এ-তে ভারতের বাকি তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, কানাডা ও পাকিস্তান।
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল আজ
বিশ্বকাপে দারুণ কিছুর স্বপ্নই দেখছে ভারত। কেননা, ২০১৩ সালের পর কোনো আইসিসি ট্রফি জেতেনি ক্রিকেটের অন্যতম শক্তিধর এই দেশটি। লক্ষ্যটা যখন বিশ্বকাপ জয়ের; তখন তার আগে অনুশীলনটাও হওয়া চায় বিশ্বমানের। তবে সমস্যা হলো সেই অনুশীলনটাই ঠিকঠাক করতে পারছে না ভারত। বাধ্য হয়ে পাবলিক পার্কে অনুশীলন করতে হচ্ছে রোহিত-কোহলিদের।
ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে স্নাইপার
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। দলটির ক্রিকেটাররাও সেই সুবাদে সুযোগ পেয়েছে বিশ্বকাপে খেলার। তাছাড়া ক্রিকেট নিয়ে তেমন একটা মাতামাতি নেই যুক্তরাষ্ট্রে। রাগবি, বেস বল, গলফ কিংবা বাস্কেটবলের জনপ্রিয়তা অনেকাংশে ফুটবলের চেয়েও বেশি। স্বাভাবিকভাবেই তাই ক্রিকেট নিয়ে তেমন একটা মাতামাতি নেই দেশটিতে। গড়ে উঠেনি তেমন কোনো ক্রিকেট কাঠামোও। বিশ্বকাপের আয়োজক হওয়ায় অনেকটা তড়িঘড়ি করে মাঠ প্রস্তুত করতে হয়েছে যুক্তরাষ্ট্রের। আর তাতেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আসরে অংশগ্রহণ করা বাকি দলগুলোর।
ব্রিটেন থেকে ১০০ টন সোনা ফিরিয়ে এনেছে ভারত
এই যেমন ক্রিকেট কাঠামোয় সবচেয়ে এগিয়ে থাকা ভারতকে পর্যন্ত অনুশীলন করতে হচ্ছে দেশটির পাবলিক পার্কে বিশ্বকাপের মতো এমন ইভেন্টে ন্যূনতম সুবিধা না থাকায় হতাশ ভারতের কোচ রাহুল দ্রাবিড়। যা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
হোটেল থেকে পাঁচ কি.মি দূরে নিউইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন কারা নিয়ে দ্রাবিড় বিস্ময় প্রকাশ করে বলেন, নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে। কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত।
স্বাআলো/এস