খেলাধুলা

আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | October 22, 2025

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা, মর্যাদা আর আবেগের লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে যেমন থাকে ক্রিকেটীয় রোমাঞ্চ, তেমনই থাকে দুই দেশের সমর্থকদের তীব্র আগ্রহও। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়েছে, যার ছায়া পড়েছে ক্রিকেট অঙ্গনেও।

দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। তাই ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব দেখার অপেক্ষা এখন কেবল এশিয়া কাপ বা আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টেই সীমিত। তবে এবার জাতীয় দলের বাইরেও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে।

আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ৫ ওভারের এই রোমাঞ্চকর টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বের ১২টি দল। প্রতিটি দলে থাকবেন ছয়জন ক্রিকেটার, এবং টুর্নামেন্ট চলবে টানা তিন দিন।

ইতোমধ্যে ভারতীয় দল ঘোষণা করেছে তাদের স্কোয়াড। অভিজ্ঞ ব্যাটার দিনেশ কার্তিকের নেতৃত্বে দলটিতে রয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত কার্তিক বলেন, হংকং সিক্সেসের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বিশাল সম্মানের। আমরা এমন ক্রিকেট খেলতে চাই যা দর্শকরা উপভোগ করবে দুঃসাহসী ও আনন্দমুখর ক্রিকেট।

অন্যদিকে, পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন তরুণ পেসার আব্বাস আফ্রিদি। তার সঙ্গে দলে রয়েছেন খাজা মোহাম্মদ নাফায়, আব্দুল সামাদ এবং অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ শেহজাদ।

সবশেষ এশিয়া কাপেও দুই দলের মুখোমুখি লড়াই ঘিরে ছিল তীব্র উত্তেজনা। এবারও সেই রেশ থাকবে হংকংয়ে। আন্তর্জাতিক অঙ্গনে এখন সৌজন্য বিনিময়ও বিরল তবে এই টুর্নামেন্টে কী হবে, সেটাই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা

স্বাআলো/এস

Shadhin Alo