চলতি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান। এমন সম্ভাবনা দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি জানতে চেয়েছেন, কাদের মনে হচ্ছে কলকাতায় ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হবে?
সাবেক ইংলিশ অধিনায়কের টুইটে মজার ছলে উত্তর দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের জবাব, এ রকম ভবিষ্যদ্বাণীর চাপে পড়ে অতীতে আমরা অনেকবার সমস্যায় পড়েছি।
ভারতের মুখোমুখি টাইগাররা, একাদশে আসছে পরিবর্তন
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের রাউন্ড রবিন লিগে মুখোমুখি দেখায় দ্য গ্রিন ম্যানদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এবার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা অবস্থায় এই দুই দলের দেখা হলে ফের একবার মুখোমুখি হতে পারে তারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ১৬ নভেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।
এদিকে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার আরো একটি সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ফাইনালে আগামী ১৯ নভেম্বরের ভেন্যু হবে পাকিস্তানের বধ্যভূমি আহমেদাবাদই। এ রকম হলে ভারত ও পাকিস্তান বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হবে।
স্বাআলো/এস