খেলাধুলা

৩ উইকেট হারিয়ে চাপে ভারত

| November 19, 2023

২০২৩ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপা জয়ী ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে অজিরা।

গিলের উইকেট পড়লেও রোহিতের আগ্রাসী ব্যাটিং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিলো অস্ট্রেলিয়ার। কারণ ৯ ওভারেই ভারতের স্কোর হয়ে যায় ৬৬। পাওয়ার প্লেতে ম্যাক্সওয়েলকে আনলে তার দ্বিতীয় ওভারেও চড়াও রোহিত। দশম ওভারে এক ছক্কা ও এক চারে দ্রুততম হাফ সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন।

বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ওই ওভারেই ম্যাক্সওয়েলের শিকার হন রোহিত। ৩১ বলে ৪৭ রান করা রোহিতকে দারুণ এক ক্যাচে তালুবন্দি করেছেন ট্রাভিস হেড।

নতুন নামা শ্রেয়াস আইয়ারকে (৪) ব্যাক অব লেংথের ডেলিভারিতে গ্লাভসবন্দি করান অজি অধিনায়ক। তাতে ৭৬ রানে দুই উইকেট থেকে ভারতের স্কোর দাঁড়ায় ৮১ রানে ৩ উইকেট!

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply