স্পোর্টস ডেস্ক: প্রায় এক মাসের লড়াই শেষে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। যেখানে সাবেক চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে প্রথমবার বিশ্ব-আসরে ফাইনাল খেলতে যাওয়া সাউথ আফ্রিকা।
আসরজুড়েই দারুণ ছন্দে ছিলো দল দুইটি। ফলে কার ঘরে যাবে শিরোপা, সেই অপেক্ষা ফুরাচ্ছে।
শনিবার (২৯ জুন) রোমাঞ্চ জাগানিয়া শিরোপা লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বার্বাডোজের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০মিনিটে ম্যাচটি শুরু হবে।
শিরোপা উল্লাসের মিশনে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।
স্বাআলো/এস