আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর রাতভর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট এবং কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা প্রথমে ছোট অস্ত্র ব্যবহার করে বিনা উসকানিতে গুলিবর্ষণ করে এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এই জবাবি হামলায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্টসহ একাধিক ভারতীয় বাঙ্কার ‘কার্যকরভাবে ধ্বংস’ করা হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে।
ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ করলো ভারত, যুদ্ধের হুঁশিয়ারি
এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ২৯ ও ৩০ এপ্রিল গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংসে সফল হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ আরো জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরেও বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছিল। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া’ জানায় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে।
‘ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, আমাদের প্রস্তুত থাকতে হবে’
সেনাবাহিনীর একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চ অপারেশনাল প্রস্তুতি প্রমাণ করে এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।
প্রতিবেদনে আরো দাবি করা হয়, ভারত সীমান্তবর্তী এলাকা থেকে নিজেদের ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে। নিরাপত্তা সূত্রের মতে, নয়াদিল্লির এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড একটি অস্থিতিশীল ও যুদ্ধ-প্ররোচনামূলক মনোভাবের প্রতিফলন।
স্বাআলো/এস