বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

আজাদুল হক, বাগেরহাট: বাংলাদেশেল সমুদ্র জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারকালে আটক হওয়া ৬৪ জন ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে।

বাগেরহাট জেলা কারাগার থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাদের ভারতীয় দুতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময়, কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিতিত ছিলেন।

পরে কোস্টগার্ডের সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৬৪ জন ভারতীয় জেলেকে মোংলা সমুদ্র বন্দরে নিয়ে যায়।

বাগেরহাট জেলা কারাগার কতৃপক্ষ জানায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গত ১৮ অক্টোবর ২০২৪ কর্তব্যরত কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা ৪৮ জন এবং ২২ নভেম্বর-২০২৪ আরো ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়। ৩১ ডিসেম্বর-২০২৪ ও ১ জানুয়ারি-২০২৫ পৃথকভাবে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে কারগারে বন্দি ভারতীয় ৬৪ জন জেলেকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড বাগেরহাটের মোংলা জোনের মাধ্যমে এ জেলেদের জলপথে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী...

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের...

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...