যশোর

বেনাপোলে ৭২ লাখ টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

| November 8, 2023

যশোরের বেনাপোলে ৭২ লাখ টাকার সোনাসহ ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বুধবার (৮ নভেম্বর) ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

বেনাপোল দিয়ে দেশে এলো ডিম, আমদানি মূল্য ৬ টাকা ৬১ পয়সা

থারিপ্পা কুন্নুমেল কেরালার নীলসারাম থানার পলিহাউস গ্রামের বাসিন্দা।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, থারিপ্পা কুন্নুমেল বুধবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন যাচ্ছিলেন এবং তার সঙ্গে একটি ব্যাগ ছিলো। পরে ওই ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় সাদা স্কস্টেপ দিয়ে পেঁচানো ৬৯৭ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক দাম ৭২ লাখ টাকা।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply