ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পলি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে চিত্রনায়ক শাকিব খানের পুরনো তথ্য ফাঁস করলেন।
পলি বলেন, একসময় নায়িকা হিসেবে সিনেমায় অভিনয় করলেও এখন ব্যবসায়ী হিসেবেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছি। তবে প্রায়ই পুরানো স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। জানি না কেনো, তবে চেষ্টা করে যাচ্ছি নিজের ব্যবসাকে আরো ভালোর দিকে নিয়ে যেতে।
অপু-জয়ের পর এবার শেহজাদ ও বুবলীকে নিয়ে আমেরিকা যাবেন শাকিব!
চিত্রনায়িকা পলি বলেন, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন তখন তিনি প্রায়ই আমাকে কল করতেন। ফোনে অনুরোধ জানাতেন, তাকে সিনেমায় নায়ক নেয়ার জন্য। কিন্তু বরাবরই শাকিবকে পাত্তা দিতাম না আমি।
তিনি বলেন, শাকিব তখন বেশ হ্যাংলা-পাতলা যুবক। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিলো না, অভিনয়ও পারতো না ঠিকঠাক। ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি ভালো লাগতো। তাই আমি সে সময় শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না।
পলি আরো জানান, এখনো শাকিবের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না। আর সেটি হলো, শাকিব নিজেকে সবসময় ঘরবন্দি রাখে। যেকোনো শুটিং ছাড়া এফডিসি কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গেও তিনি আড্ডাও দেন না। এই গোড়ামিটা এখনো শাকিবের বিদ্যমান।
স্বাআলো/এস