খুলনা বিভাগ

যশোরে মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

| February 17, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোরের শংকরপুরে মিনিবাস ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শহরের চাঁচড়ায় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁচড়া থেকে শংকরপুর বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো মিনিবাস ফারহান পরিবহন। পথে শংকরপুর বটতলা মসজিদের সামনে বাসটির সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা তিনজন ব্যক্তি গুরুতর আহত হন।

আহতরা হলেন, খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের মেজবাহউদ্দিনের মেয়ে সাদিয়া খাতুন (২০), একই গ্রামের আব্দুল হালিমের ছেলে মইনুল ইসলাম (৩০), যশোরের চাঁচড়া দাড়িপাড়ার শামসুর রহমানের ছেলে মহাব্বাত (৪৫)।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে যশোরের জিডিএল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, দুর্ঘটনার পর এলাকাবাসী মিনিবাসটি আটক করে রাখে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্তকরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছে।

স্বাআলো/এস

Shadhin Alo