Uncategorized

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের

| April 30, 2025

স্পোর্টস ডেস্ক: সিলেটে প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে চট্টগ্রামে দুর্দান্ত প্রত্যাবর্তনে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অনবদ্য সেঞ্চুরি ও পরে বল হাতে ৫ উইকেট শিকারে সফরকারীদের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করল টাইগাররা।

জিম্বাবুয়ের করা প্রথম ইনিংসের ২২৭ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৪৪ রানের বড় সংগ্রহ গড়ে। এতে স্বাগতিকরা পায় ২১৭ রানের বিশাল লিড। এই লিডের চাপেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৬.২ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশ বড় লিডের ভিত গড়ে মূলত মেহেদী হাসান মিরাজের ব্যাটে। বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে মাঠে নেমে তাইজুল ইসলামকে (২০) নিয়ে অষ্টম উইকেটে ৬৩ এবং তানজিম হাসান সাকিবকে (৪১) নিয়ে নবম উইকেটে ৯৬ রানের দারুণ জুটি গড়েন মিরাজ। এর মাঝেই তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দুটি সেঞ্চুরিই তিনি করলেন চট্টগ্রামের এই মাঠেই। শেষ পর্যন্ত ১৬২ বলে ১০৪ রান করে আউট হন মিরাজ। এর আগে দলের পক্ষে সর্বোচ্চ ১২০ রান করেন ওপেনার সাদমান ইসলাম। ৪৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে শুরুতেই ছোবল দেন তাইজুল ইসলাম। দলীয় ৮ রানের মধ্যে তিনি ওপেনার ব্রায়ান বেনেট ও নিকোলাস ওয়েলচকে ফিরিয়ে দেন। এরপর নাঈম হাসানের শিকার হন শন উইলিয়ামস (৭)।

চতুর্থ উইকেটে ক্রেইগ আরভিন (২৫) ও বেন কারেন (৪৬) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে মধ্যাহ্ন বিরতির পর বল হাতে আগুন ঝরান মেহেদী হাসান মিরাজ। ৩০তম ওভারে আরভিনকে বোল্ড করার পর একই ওভারের শেষ বলে ওয়েসলে মাদভেরেকে (০) এলবিডব্লিউ করেন তিনি। নিজের পরের ওভারেই তাফাজওয়া টিসিগাকেও (০) ফেরান মিরাজ।

৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের হয়ে একাই লড়ছিলেন বেন কারেন। তবে ওয়েলিংটন মাসাকাদজা (১০) এবং লড়াকু কারেনকেও (১০৩ বলে ৪৬) সাজঘরের পথ দেখান মিরাজ। শেষ ব্যাটসম্যান ভিনসেন্ট মাসেকেসাকে সরাসরি থ্রোতে রান আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন মুমিনুল হক।

বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক মিরাজ। তিনি ৩২ রান খরচায় শিকার করেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া তাইজুল ইসলাম ৪২ রানে ৩টি এবং নাঈম হাসান ১টি উইকেট লাভ করেন।
এই দাপুটে জয়ে সিলেটে ৩ উইকেটে হারের হতাশা ঝেড়ে ফেলে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

স্বাআলো/এস

Shadhin Alo