যশোরসহ ১৬ কারিগরি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ হাসিনা ও স্বজনরা বাদ

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদফতর গত ৬ মে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে নাম পরিবর্তনের এই প্রক্রিয়া বাস্তবায়ন শুরু করেছে, যা ১৩ এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও আঞ্চলিক পরিচালকদের প্রতিষ্ঠানের মূল ফটকের সাইনবোর্ড, অফিশিয়াল কাগজপত্র এবং ওয়েবসাইটে দ্রুত নতুন নাম প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নাম পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- রাজবাড়ীর বালিয়াকান্দির ‘শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’, যার নতুন নাম হয়েছে ‘বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ এখন থেকে ‘টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে পরিচিত হবে। বরগুনার আমতলির ‘শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ করা হয়েছে। একইভাবে, পাবনার সাঁথিয়ার ‘শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’-এর নতুন নাম হয়েছে ‘সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’।

এছাড়াও যশোর, ফরিদপুর, শরীয়তপুর, নওগাঁ, জামালপুর, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় অবস্থিত আরো একাধিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের ‘ড. এম এ ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘ঠাকুরগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজ’ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের নাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, ওয়াজেদ চৌধুরী, শফিকুল ইসলাম খোকা, আবু শারাফ সাদেকসহ আরো কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম বাদ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক আদেশে ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৩টি কলেজসহ মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছিল। তারও আগে, ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি বিশ্ববিদ্যালয়, ৬টি মেডিকেল কলেজ এবং ১৪টি হাসপাতাল থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেয়ার খবর প্রকাশিত হয়েছিল।

স্বাআলো/এস