বৈশ্বিক ও অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে অর্থনীতিতে মূল্যস্ফীতির বিরূপ প্রভাব পড়ছে। দেশের মূল্যস্ফীতি কমানোর লক্ষে ঋণের সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আগের সার্কুলারে ব্যাংকগুলোকে বিতরণকৃত ঋণের বাজার ভিত্তিক সুদহার ব্যবস্থার নীতিমালা অনুসরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এমতাবস্থায় মূল্যস্ফীতি পর্যায়ক্রমে কমানোর লক্ষে এখন থেকে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে ‘স্মার্ট’ রেট বাড়িয়ে ৩ থেকে সাড়ে ৩ শতাংশে উন্নীত করা হয়েছে। পাশাপাশি প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ, কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৯ (২)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
স্বাআলো/এস