জাতীয়

শিগগিরই অন্তবর্তীকালীন সরকার গঠন

| October 15, 2023

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান জানিয়েছেন, শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের বাসায় রবিবার (১৫ অক্টোবর) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি জানান, আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল দেড় ঘণ্টা বৈঠক করে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply