ঢাকা অফিস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে রবিবার দেশের তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
আবহাওয়া অধিদফতর বলছে, আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে কোথাও কোথাও বইতে পারে কালবৈশাখী। আর তাতে তাপমাত্রা আরো খানিকটা কমে যেতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। তবে ১৩ বা ১৪ এপ্রিলের আগে গরম খুব বেশি না হওয়ার সম্ভাবনা আছে।
মঙ্গলবার থেকে আবারো গরম বাড়তে পারে, বৃষ্টি হবে না ঈদে
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ উমর ফারুক বলেন, রবিবার দেশের উত্তরাংশ বাদ দিয়ে প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। আজ দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে।
চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা বয়ে যেতে শুরু করে। তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। এর সঙ্গে ছিল লোডশেডিং। প্রচণ্ড গরম আর এর সঙ্গে লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে।
খুলনাসহ দুই বিভাগে বৃষ্টি হতে পারে
আবহাওয়া অধিদফতর যে পূর্বাভাস দিয়েছে, সে অনুযায়ী এ মাসে আরো কয়েকটি তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া এ মাসে তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।
স্বাআলো/এস