খেলাধুলা

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে ইতালি

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | July 12, 2025

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ইউরোপের দেশ ইতালি। ইউরোপীয় অঞ্চলের লিগ পদ্ধতির বাছাইপর্বে দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

শুক্রবার (১১ জুলাই) নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ বাছাইপর্বের ম্যাচ খেলে ইতালি। আগে ব্যাট করে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে নেদারল্যান্ডস ২২ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

এই জয়ে নেদারল্যান্ডস ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায়। অন্যদিকে, ম্যাচ হারলেও অন্য দলগুলোর চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতালি।

ইউরোপ থেকে বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ ছিল দুটি দলের সামনে। এই দুটি স্থানের জন্য গত এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসের মাটিতে পাঁচ দল প্রতিদ্বন্দ্বিতা করে। নেদারল্যান্ডস ও ইতালি ছাড়াও এই বাছাইপর্বে স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি অংশগ্রহণ করেছিলো।

ইউরোপীয় এই দুটি দেশের আগে বাছাইপর্ব খেলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠা প্রথম দল ছিল কানাডা। তারা আমেরিকা অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ২০ দলের মধ্যে আরও ৫টি দল বাছাইপর্ব খেলে আসবে। আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে দুটি দল আসবে, যা সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে বাকি তিনটি দল বিশ্বকাপের টিকিট পাবে।

সবমিলিয়ে এখনো পর্যন্ত মোট ১৫টি দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা বাদে বিশ্বকাপে ওঠা দলগুলো হলো – বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস এবং সদ্য কোয়ালিফাই করা ইতালি।

স্বাআলা/এস

Shadhin Alo