বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিকাশ এজেন্টের সাত লাখ টাকা ছিনতাইকালে আটক দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ কারারক্ষী প্রসাদ সরদার ও মনিরুল ইসলামকে বিভাগীয় ব্যবস্থা হিসাবে প্রাথমিকভাবে তাদের সোমবার (৬ নভেম্বর) সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার।
ছিনতাইয়ের ঘটনায় আটক দুই কারারক্ষীসহ তিনজনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা হয়েছে। তবে ছিনতাই করা টাকা নিয়ে পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীকে সোমবার বিকেল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাগেরহাটে ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই, ২ কারারক্ষী গ্রেফতার
বাগেহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, বিকাশ এজেন্ট রমজান আলীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আটক দুই কারারক্ষীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ভিকটিম রমজানের আত্মীয় স্থানীয় কাড়াপাড়া ইউপি মেম্বর আব্দুল হালীম। ছিনতাই কাজে ব্যবহ্নত তাদের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক দুই কারারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত দুই আসামি হলো, যশোর জেলার কেশবপুর উপজেলার প্রসাদ সরদার (৩২) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া
গ্রামের মনিরুল ইসলাম (৩০)।
স্বাআলো/এস