যশোরের শার্শায় ৭৪ বোতল ফেনসিডিলসহ জামাল দেওয়ানকে (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে বাগআঁচড়ার চালিতা বাড়িয়া থেকে তাকে আটক করা হয়।
জামাল দেওয়ান মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা।
শুক্রবার (২০ অক্টোবর) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলী, এএসআই আবেদুল ইসলাম, আবু সাঈদ সরকারের নেতৃত্বে একটি টিম চালিতা বাড়িয়া গ্রামে একটি পাকা রাস্তার ওপর থেকে জামাল দেওয়ানকে ৭৪ বোতল ফেনসিডিলসহ গ্ৰেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা যশোরের শার্শার হানিফ মোড়ল (৪২) পালিয়ে যায়।
হানিফ মোড়লকে গ্ৰেফতার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বাআলো/এসএ