বিনোদন ডেস্ক: অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। বৃহস্পতিবার (১৮ জুলাই) হাসপাতালে ভর্তি করা হয় শ্রীদেবী কন্যাকে।
জাহ্নবী কাপুরের ঘনিষ্ঠ এক বন্ধু টাইমস নাউকে বলেন, ‘ফুড পয়জেনিং থেকে অসুস্থ হয়ে পড়েন জাহ্নবী কাপুর। গতকাল বাড়িতে শয্যাশয়ী ছিলেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) খুব অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জাহ্নবী সুস্থ হয়ে উঠছে। কিন্তু শারীরিকভাবে প্রচন্ড দুর্বল।
জাহ্নবী কাপুর কোন হাসপাতালে ভর্তি রয়েছেন তা জানা যায়নি। তবে তার সমস্ত কাজ বন্ধ রেখেছেন বলেও জানিয়েছেন জাহ্নবীর বন্ধু।
স্বাআলো/এস/বি