জাতীয়

বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান

ঢাকা অফিস ঢাকা অফিস | May 30, 2025

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান।

শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা: পরিকল্পনা উপদেষ্টা

এই আর্থিক সহায়তার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য জাপান ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে। এছাড়া, জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে টোকিও ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। পাশাপাশি শিক্ষাবৃত্তির জন্য দেশটির কাছ থেকে ৪ দশমিক ২ মিলিয়ন ডলার অনুদান পাবে বাংলাদেশ।

এই সহায়তা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo