রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার (১০ জুলাই) উপজেলা মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ৬০ কেজি জনস্বাস্থ্যের জন ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়। অভিযানের সময় জেলি মিশ্রিত চিংড়ি মাছের ৪/৫ জন অসাধু ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়।
যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা
এ সময় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোয়াদ্দার, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক লেলিন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস