আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সারাদেশে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ক্যাম্পাস চত্বরে মিছিল শেষে চেতনায় চিরঞ্জিত ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তারা।
এসময় কলেজ ছাত্রলীগ নেতা শেখ ইব্রাহিম সাগর, ওহিদুল ইসলাম রাব্বি, এনামুল হোসেন ইমন, আরিফ হোসেন, রাজু আহমেদ, তৌফিক রাব্বি বর্ষণ, অনিক হাসান, তন্ময় তানভী, নিঝুম হোসেন, ফাহিম আহমেদ, রবিউল ইসলাম রবি, শাহিন আলম, শামীম হোসেন, আলিমুল ইসলাম, সাজু রহমানসহ কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ