Uncategorized

ঝিনাইদহে বিসিএস শিক্ষা সমিতির কর্মবিরতি শুরু

| October 10, 2023

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে তিনদিনের কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজসহ জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষকরা।

সকালে সরকারি কেসি কলেজে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষকরা। সে সময় তারা তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।

এ সময় বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সভাপতি ও সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুস আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ ইসলাম, প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আহসানুল করিব, কলেজ ইউনিটের সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা।

এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে বিপাকে পড়ে দুর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। সকাল ৯টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে অনেককে বসে থাকতে দেখা গেছে কলেজ প্রাঙ্গণে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply