আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপিসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী

আওয়ামী লীগে যোগ দিলেন ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপিসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাগদী স্বজনকান্দার মাতুব্বর বাড়িতে এক উঠান বৈঠক ও যোগদান সভার আয়োজন করা হয়।

সেখানে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার হাতে ফুল দিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।

মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান ও সাবেক ইউপি সদস্য  জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ যোগদান সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, নগরকান্দার তালমা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক বাবু হরিশ চন্দ্র দাস, নগরকান্দা পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুচ শেখ, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নগরকান্দা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আল-আমিনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিন কাগদী স্বজনকান্দায় ওই বাড়িতে যোগদান সভা উপলক্ষে তিন হাজার নেতাকর্মীকে আপ্যায়নের আয়োজনও করা হয়।

এ ব্যাপারে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার দেখে সালথার বিএনপিসহ বিভিন্ন দলের তিন হাজার নেতাকর্মী আমার হাতে হাত রেখে ও ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আশা করছি, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকাকে ভালোবেসে আসন্ন সংসদ নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনবেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...