যশোর

ঝিকরগাছায় চেয়ারম্যানের মৃত্যুতে উল্লাস, ২ মেম্বারের বিচার দাবি

| November 18, 2023

যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীর নিহতের ঘটনায় উল্লাস করা সেই দুই মেম্বারের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৯ নভেম্বর) গদখালী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, শাহজাহান আলী চেয়ারম্যানের মতো একজন সৎ ও দানবীরের মৃত্যুর ঘটনায় উল্লাস করা ঘৃণীত অপরাধ। আমরা এ কাজের সাথে জড়িতদের বিচার দাবি করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম খোকন, হযরত আলী, ইউপি সদস্য আজিমুদ্দিন, তোফাজ্জেল হোসেন, মহিলা ইউপি সদস্য শাহিদা আক্তার কাঞ্চন, সখিনা খাতুন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, তাজউদ্দিন তাজ, অ্যাড. আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগ নেতা শাহীন আহমেদ, হাসানুজ্জামান ডালিম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মুন্সী আবুল হোসেন প্রমুখ।

৭ নভেম্বর ট্রেন দুর্ঘটনায় নিহত হন গদখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী।

এ সময় ইউপি সদস্য রিপার হোসেন ও শাহিন মদ পান করে পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের ছবি ও স্বাক্ষর করা কাগজপত্র পুড়িয়ে উল্লাস করেন বলে অভিযোগ উঠে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগটি করেন ইউপি সদস্য হুমায়ুন কবীর মিলন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply