আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নড়াইল-১ আসনে আবারো মনোনয়ন পেয়েছেন টানা তিন বারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে আবারো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা।
নড়াইল-২ থেকে পুণরায় মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে নড়াইলে বাজি ফাটিয়ে এবং মোটরসাইকেল যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন বিকালে ঘোষণা হবে জানতে পেরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং ভক্তরা আগে থেকেই মাশরাফির বাড়ির সামনে এসে হাজির হতে থাকে, পরে মনোনয়ন ঘোষণা হলে মিছিলটি মাশরাফির বাড়ির সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস