তফসিলকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের আনন্দ মিছিল

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল এই তফসিল ঘোষণা করেন। আর তফসিল ঘোষণার পরই যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলটি বের করেন।

এছাড়া, কাজী নাবিল আহমেদের নির্দেশে সদর উপজেলার লেবুতলায় ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, নরেন্দ্রপুরে ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, সাতমাইল বাজারে হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

সন্ধ্যায় তফসিল ঘোষণা শুরু হলেই নেতাকর্মীরা মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন। তারা গাড়ীখানার দলীয় কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আনোয়ার হোসেন বিপুল।

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, দেশজুড়ে আনন্দ মিছিল

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী খান, ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুর রহমান শাপলা, অর্থ সম্পাদক ফিরোজ আলম, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ফুল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক সোলাইমান খান রাফেল, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার, পৌর কাউন্সিলর রাজিবুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, যুবলীগ নেতা রেযোয়ান হোসেন মিথুন, তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা ওসমানুজ্জামান সাকিব, তৌফিক রাব্বি বর্ষণ প্রমুখ।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...