রাজনীতি

দেশ গড়তে জুলাই পদযাত্রা, মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

ঢাকা অফিস ঢাকা অফিস | June 29, 2025

আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি ও ঐতিহাসিক ৩৬ দিন স্মরণে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রবিবার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি জানান, দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। পদযাত্রাটি দেশব্যাপী বিভিন্ন এলাকা ঘুরে আবার ঢাকায় এসে শেষ হবে।

এছাড়াও এনসিপি আগামী ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo