আইন আদালত

শেখ হাসিনাকে দিয়ে শুরু জুলাই গণহত্যার বিচার

ঢাকা অফিস ঢাকা অফিস | June 1, 2025

২০২৪ সালের ‘জুলাই গণহত্যা’ সংক্রান্ত একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে কথিত ‘জুলাই গণহত্যার’ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার (২ জুন) এই অভিযোগ দাখিল করা হয়।

এই মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে খবরে প্রকাশ।

এছাড়া, মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গত জুলাই ও আগস্ট মাস জুড়ে দেশব্যাপী সংঘটিত কথিত গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি অভিযোগ দাখিল করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার প্রসিকিউশন টিম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও এই মামলায় পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

কাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার

এ বিষয়ে শুনানির সময় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা এই মামলার গুরুত্বের ইঙ্গিত বহন করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। এই সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। তিনি আরো বলেন, বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ বলে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা এবং বিচারের নামে যাতে অবিচার না হয় – অতীতে এমন কিছু ঘটেছে উল্লেখ করে তিনি সতর্ক থাকার দাবি জানান।

অ্যাডভোকেট তাজুল ইসলাম আরো জানান, বিচারপ্রক্রিয়ায় বাধা অনেকটাই দূর হয়েছে। অপরাধের কাঠামো এবং মূল অপরাধীদের সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটাদাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা রয়ে গেছে এবং এ বিষয়ে কাজ চলছে।

এই অভিযোগ দাখিলের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত কথিত ‘জুলাই গণহত্যা’ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

স্বাআলো/এস

Shadhin Alo