বিনোদন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঞ্চ মাতাবেন যারা

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | August 5, 2025

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’।

দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকাল ৫টায় এই ঘোষণাপত্র পাঠ করা হবে। এ ছাড়া থাকছে দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে এক জমকালো কনসার্ট।

রবিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানসূচির তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাংস্কৃতিক আয়োজন ও ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে দুপুর থেকেই। সময়সূচি অনুযায়ী, দুপুর ২টা ৪০ মিনিটে সংগীত পরিবেশন করবেন সায়ান, ৩টায় গাইবেন ইথুন বাবু ও মৌসুমি। বিকেল সাড়ে ৩টায় মঞ্চে আসবে জনপ্রিয় ব্যান্ড সোলস এবং ৪টায় পারফর্ম করবে ওয়ারফেজ।

বিকাল ৫টায় ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যা ৭টায় মঞ্চে আসবেন এলিটা করিম এবং সবশেষ রাত ৮টায় সঙ্গীত পরিবেশন করবে দেশের অন্যতম সেরা রক ব্যান্ড আর্টসেল। এ ছাড়া দিনব্যাপী আয়োজনে আরও থাকছে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড এবং সেজান ও শুন্য ব্যান্ডের পরিবেশনা।

আয়োজক হিসেবে থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo