যশোর

যবিপ্রবিতে উন্নয়ন ও শান্তি সমাবেশকারীদের ওপর ছাত্রলীগের সভাপতি অনুসারীদের হামলা

| October 14, 2023

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি সোহেল রানার অনুসারীদের হামলায় এক সহসভাপতিসহ দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আহতরা হলেন, যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন (২৮), ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম (২৩)। ঘটনার পর আল মামুন শিমন শহীদ মসিয়ূর রহমান হলের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

আহতরা জানিয়েছেন, শনিবার ক্যাম্পাসে আওয়ামী লীগের ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’ করে ছাত্রলীগের একাংশ। কিন্তু সমাবেশ শেষ হলে ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নির্দেশে চাপাতি, রড, লোহার পাইপ, বাঁশের লাঠি, স্ট্রাম্প নিয়ে মনিরুল ইসলাম হৃদয়, রায়সুল ইসলাম রানা, বেলাল, রকি, মুসফিক, লাব্বি, সোয়েব, রাব্বি, রাফি, সোহেল রানা, শাহিনুর, লিমন, মোহাম্মদ রাফি, মেহেদী রাব্বিসহ আরো অনেকে সমাবেশকারীদের ওপর হামলা করেন। এসময় আল মামুন সিমন, আশরাফুল আলম গুরুতর আহত হন। পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে, হামলার প্রতিবাদে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ফলে সড়কটিতে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply