জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দর্শকপ্রিয় জুটি কাবিলা ও ইভা। পর্দায় তাদের রসায়ন মন জয় করেছিল লাখো তরুণের। এবার পর্দার বাইরে, বহুদূরের দেশ কানাডায় এক হলেন এই দুই তারকা জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা।
আর তাদের সেই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, বর্তমানে অভিনয়ের ওপর একটি কোর্স করতে যুক্তরাষ্ট্রে আছেন পারসা ইভানা। সেখান থেকেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে কানাডায় গিয়েছিলেন তিনি। অন্যদিকে, একই সময়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে কানাডায় অবস্থান করছিলেন জিয়াউল হক পলাশ। সেখানেই দেখা হয় দুইজনের।
হঠাৎ দেখা হওয়ার এই মুহূর্তটি দারুণভাবে উপভোগ করেন দুই তারকা। পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন তারা। সেই মুহূর্তের বেশ কিছু ছবি তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরা তাদের প্রিয় জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন।
ছবিগুলোর কমেন্ট বক্সে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দেন। অনেকেই লেখেন, ‘আবারও ব্যাচেলর পয়েন্ট শুরু হোক’, ‘তোমাদের দেখে মনটা ভালো হয়ে গেল’, ‘কাবিলা-ইভা মানেই একটা ফ্রেশ স্মৃতি’।
ছোটপর্দার এই জনপ্রিয় জুটির হঠাৎ সাক্ষাৎ যেনো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে গেছে অগণিত দর্শককে।
স্বাআলো/এস