সাবেক সচিব কামাল ও মেজবাহ রিমান্ডে

হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদেশ দেন।

এদিন, আসামি নাসেরকে বিএনপি কর্মী মকবুল হত্যা এবং মেজবাহকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাসের চারদিন এবং মেজবাহের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার দিনগত রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

স্বাআলো/এস