খুলনা বিভাগ

যশোরে কলেজছাত্র নূর হত্যা: পচার পরে কানা রনি আটক

| May 13, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের শংকরপুরের নুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি রনি ওরফে কানা রনিকে আটক করেছে ডিবি পুলিশ।

ডিবির এসআই খান মাইদুল ইসলামের নেতৃেত্বে একটি টিম সোমবার (১৩ মে) ঢাকার সিরাজদিখান থানা এলাকা থেকে তাকে আটক করে।

আটক কানা রনি শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা। এরআগে এদিন সকালে এ হত্যার সাথে জড়িত অপর আসামি পঁচাকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে আটক করে।

যশোরসহ ৭ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, হত্যার পরই রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে ডিবির একটি টিম। দুইদিন ধরে বিভিন্ন এলাকায় তারা অভিযান চালায়। শেষমেষ সোমবার ঢাকা থেকে কানা রনিকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকের পর তিনি হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

রনি জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে গোলোযোগ বাধে। প্রথমে নুরকে ক্রিকেট ষ্ট্যাপ দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে অন্যান্য আসামিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পচার হাতে থাকা ধারালো চাকু দিয়া ভিকটিমকে তলপেটে আঘাত করে রক্তাক্ত জখম করে। আশিক ও পাপ্পু নুরকে ধরে রাখে এবং আসামি বাধনের হাতে থাকা চাকু দিয়ে ভিকটিমের মলদ্বারের উপরের মাংস পেশিতে আঘাত করে রক্তাক্ত জখম করে। অন্যান্য সকল আসামিরা ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করিয়া জখম করিয়া ফেলে রেখে চলে যায়।

যশোরে কলেজছাত্র নুর হত্যার প্রধান আসামি পচা আটক, চাকু উদ্ধার

উল্লেখ, যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের শিক্ষার্থী নুর হোসেনকে গত শনিবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার খুলনায় রেফার করে। খুলনায় নিয়ে যাওয়ার পথেই মারা যান নুর হোসেন। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের মা আম্বিয়া খাতুন ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্তে নামে পিবিআই। এ মামলার পলাতক আসামিরা হলেন, রিয়াদ,বাধন, আশিক, পাপ্পু, আলী আহম্মেদ, মনিরুল ইসলাম, আকাশ ও সোহাগ।

স্বাআলো/এস

Debu Mallick