দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসন থেকে আবারো নৌকার মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাজী নাবিল আহমেদের নাম ঘোষণা করেন।
এরপর তার ব্যক্তিগত কার্যালয়ে কাজী নাবিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী এনাম আহমেদ, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, যবিপ্রবি শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমাইরা আজমিরা এরিন প্রমুখ।
স্বাআলো/এসএ