দেশরন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নড়াইল-১ আসনের জনগণ ও অনুসারীদের কাছে ক্ষমা চেয়ে দ্বাদশ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেন কেন্দ্রীয় যুবলীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন।
বুধবার (২৯ নভেম্বর) নড়াইলের কালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
কাজী ছরোয়ার হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিও বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রার্থী ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন, তিনি সবাইকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বন্ধুবন্ধুর ও শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। সারাজীবন নৌকার সাথে থেকেছি, নৌকার বিপক্ষে কোনো দিন যায়নি, নড়াইল-১ এর সাধারণ জনগণের সাথে থেকে কাজ করেছি, তাদের সুখ-দুঃখের সময় পাশে থেকেছি। তারা আমাকে ভালোবেসে আমার জন্য স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নড়াইল-১ আসনের জনগণ ও অনুসারীদের কাছে ক্ষমা চেয়ে এই মনোনয়ন পত্র জমা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ নাদিম মাহমুদ, কালিয়া পৌর-ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাসসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস