ভেজালমুক্ত খেজুরগুড় উৎপাদনে গাছিদের শপথ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের জিআই পণ্য খেঁজুর গুড়ে ভেজাল না দেয়ার শপথ নিয়েছেন গাছিরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে গাছি সমাবেশে এই শপথ নেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা তাদের শপথ পাঠ করান।

আগামী ১ মাঘ থেকে ৩য় বারের মতো তিনদিনব্যাপী বার্ষিক খেজুর গুড়ের মেলা আয়োজন উপলক্ষে এই গাছি সমাবেশের আয়োজন করে চৌগাছা উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার জেষ্ঠ সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উদ্যোক্তা আতাউর রহমান, গাছি আবুল গাজীসহ গাছিরা।

সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের ১০ জন করে মোট ১১০ জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশে উদ্যোক্তা আতাউর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে খেজুর গুড় উৎপাদন হলেও যশোর তথা চৌগাছার খেজুর গুড়ের স্বাদ সবচেয়ে বেশি। এজন্য অন্য জায়গায় গুড় ১৫০ টাকায় পাওয়া গেলেও যশোরের খেজুর গুড় ৫০০ থেকে ৬০০ টাকায়ও কেউ কিনতে দ্বিধাবোধ করেন না। এজন্য পরিচ্ছন্ন ও ভেজালমুক্ত গুড় উৎপাদন করতে হবে।

গাছি আব্দুল গাজী বলেন, ভেজালমুক্ত খেজুরগুড় সাধারণত মাটির পাতিল বা কাচের বৈয়ামে রাখলে এক থেকে দেড় বছর রাখা যায়, নষ্ঠ হয়না।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন নির্ভেজাল ও পরিচ্ছন্ন গুড় উৎপাদনে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আগামী ১ মাঘ থেকে তিনদিনব্যাপী খেজুর গুড়ের মেলা উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলার সকল গাছিদের অংশগ্রহণের আহবান জানান। তিনি বলেন, যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের ঐতিহ্য সংরক্ষণে গাছিদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে গাছি হতে উৎসাহিত করতে হবে। পুকুর, নদীর পাড়, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানায় খেজুর গাছ রোপণ করতে হবে। তিনি বলেন, আগামীতে খেজুর গুড় নিয়ে বিভিন্ন গবেষণা হবে উল্লেখ করে তিনি বলেন জিআই পণ্য খেজুর গুড়ের ঐহিত্য রক্ষা এবং খেজুর গুড় রফতানির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...