অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে অপহরণের ৫৩ ঘন্টা উদ্ধার করেছে পুলিশ।

অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধারের পর পাঁচজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য নিশ্চিত করেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে শিবু বণিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাউফল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের মাসুদ শরীফ(২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের মাহফুজ।

বাকিরা হলেন- বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিরাজ মৃধা (২০), জহির প্যাদা (২৭) এবং বিধান চন্দ্র মিস্ত্রী (২২)। এসময় অপহরণ এবং ডাকাতির কাজে ব্যাবহৃত, দেশিও অস্ত্রসস্ত্রসহ লুন্ঠিত এক লাখ ৩৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, আমাদের কার্যক্রম চলছে। এই অপহরণের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনসহ জেলার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিক অরফে শিবু বণিক গত ৩ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে অস্ত্রের মুখে জিম্মি হয়ে দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছিলো।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...