Uncategorized

যশোরে অপহৃত কিশোর উদ্ধার, দুই অপহরণকারী আটক

| November 12, 2023

যশোরে এক কিশোরকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মারুফ হোসেন ওরফে মুকুল (১৯) ও রিপন (২২)। তার বারান্দি মোল্লাপাড়ার বাসিন্দা।

রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার আনিসুর রহমানের ছেলে জাকারিয়া রহমান শান্ত (১৭) বন্ধুদের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়। এরপর অজ্ঞাত এক মোবাইল নম্বর থেকে ২০ হাজার টাকা ছেলের মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আনিসুর রহমান কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে ডিবি পুলিশ। তারপর শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন ওরফে মুকুল ও রিপনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা জাকারিয়া রহমান শান্তকে অপহরণ করে মুক্তিপণ আত্মসাৎ করার পরিকল্পনা করেছিলো।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply