Uncategorized

যশোরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা

| April 17, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক গৃহবধুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে কোতোয়ালী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগীর স্বামী প্রথমে আদালতে এই মামলাটি করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় এই মামলা রেকর্ড করা হয়েছে।

আসামিরা হলো, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তারাইল গ্রামের তাজিম হোসেন, মনিরুল ইসলাম ও সাজিম হোসেন সাজু। তারা বর্তমানে চট্টগ্রামের পূর্ব বাকলিয়া গ্রামে বসবাস করেন।

বাদী মামলায় উল্লেখ করেছেন, আসামিরা বাদীর দুঃসম্পর্কের আত্মীয় হয়। সেই সুবাধে তাদের সাথে সুসম্পর্ক ছিলো। এর মাঝে তাজিম হোসেন টাকার লোভে বাদীর স্ত্রীকে অপহরণের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের ৭ জুলাই প্রতিবেশী রুবির মাধ্যমে বাদীর স্ত্রীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে একটি ঘরে আটকে তার স্ত্রীকে চেতনানাশক ঔষুধ খাইয়ে রাতে অন্য আসামিদের সহযোগিতায় ধর্ষণ করে। শুধু তাই নয় ওই ধর্ষণের চিত্র ধারণ করে তা নিয়ে ব্ল্যাকমেইল করে। বাদীর স্ত্রীকে আটকে ধর্ষণের ভিডিও দেখিয়ে দফায় দফায় ধর্ষণ করে। এক পর্যায় পাঁচ লাখ টাকা দাবি করে। অন্যথায় ওই ভিডিও সামাজিক যোযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দেয়। এর মাঝে একই বছরের ১৪ জুলাই কৌশলে পালিয়ে বাদীর স্ত্রী যশোরে চলে আসেন। এসে তার স্বামীকে সব খুলে বলেন। পরবর্তীতে তার স্বামী এ বিষয়ে প্রতিবাদ করলে আসামিরা ফের গত ৯ নভেম্বর এসে বাদীর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরবতীতে একইভাবে ধর্ষণ করে ও পাঁচ লাখ টাকা দাবি করে অন্যথায় ফেসবুকে ভিডিও প্রকাশের হুমকি দেয়।

সর্বশেষ চলতি বছরের ২২ মার্চ আসামিরা যশোরে এসে ওই টাকার জন্য নানা ধরনের হুমকি দেয়। এ বিষয়ে বাধ্য হয়ে আদালতে মামলা করেন বাদী। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

স্বাআলো/এস

Debu Mallick