সাতক্ষীরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: জেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সোবহান (৬৭) নামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান সাতক্ষীরা শহরের পৌর এলাকার মধ্যকাটিয়া গ্রামের মৃত শামজেদ আলী সরদারের ছেলে।

তিনি সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়িতে উচ্চমান সহকারী থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।

নিহতের স্বজনরা জানান, রবিবার বাজার করার জন্য বাড়ি থেকে বের হন আব্দুস সোহবান। বাজার করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে শহরের আমতলা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সাথে আব্দুস সোবহানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বৃষ্টির নিখোঁজের চারদিন পর লাশ মিললো বাগেরহাটে

জেলা প্রতিনিধি, নড়াইল: নিখোঁজের চারদিন পর বাগেরহাট থেকে নড়াইল...

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন।মঙ্গলবার...

খুলনায় গৃহবধু ও বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনার খালিশপুর থানা এলাকায় মারিয়া সুলতানা নামের এক গৃহবধূ...

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ

বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬২১টি।...