মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে শারমিন আক্তার (৩০) ও রাসেল মুন্সী (২৫) নামে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রাম এবং বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গজারিয়া গ্রামের আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার এবং ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে রাসেল মুন্সী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় শারমিন রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে জমিতে পাটের বীজ বুনতে গেলে বজ্রপাতে রাসেল মারা যান।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর কথা শুনেছি।
স্বাআলো/এস