ঢাকা
সড়ক দুঘর্টনা

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ঢাকা অফিস ঢাকা অফিস | July 7, 2025

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ জুলাই) উপজেলার বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এই দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির একজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

ওসি আরো বলেন, আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন। আহত একজনের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo