ঢাকা

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি, ফরিদপুর জেলা প্রতিনিধি, ফরিদপুর | July 24, 2025

ফরিদপুরের কানাইপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস ‘রিক এন্টারপ্রাইজ’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং উভয় বাসের ১০ জনের মতো যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরো জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo