Uncategorized

দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

| July 17, 2024

ফরিদপুরে ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন।

বুধবার (১৭ জুলাই) ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ ফরিদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্বাআলো/এস

Debu Mallick