ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

নিমতলা ও হাসাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে এসব ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন দুইজন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

অপর দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায়।

পুলিশ জানায়, ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি মিনি বাস। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, বাসটির ছাদ উড়ে গেছে এবং বাসটি দুমড়েমুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আমরা জব্দ করেছি তবে চালক পালিয়ে গেছেন।

এ ব্যাপারে শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুইজন নিহত হয়েছেন। তারা ব্যক্তিরা হলেন- আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন- অমিত (২৮), তাজুল (২৮), প্রভাত ইসলাম (২২), সাগর (৪৯) ও আব্দুল রহমানসহ (১৮) ১৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি আটক

বেনাপোল পোর্ট থানার পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের সশ্রম...

১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে...

প্রেসক্লাব চৌগাছার সভাপতি জাফর, সম্পাদক আজিজুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের প্রেসক্লাব চৌগাছার দ্বিবার্ষিক কমিটি গঠন...

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...