জাতীয়

তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

| February 16, 2025

গাজীপুরের কালিয়াকৈরে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বোর্ডঘর এলাকায় তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালকসহ এক সহযোগী নিহত হন।

নিহতরা হলেন- ট্রাক চালক বগুড়ার শিবগঞ্জ থানার জামুরহাট এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহাদৎ হোসেন (৩৫), ট্রাক চালক বগুড়ার কাহালু থানার কাজীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩৫) এবং ট্রাকের সহযোগী টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় গিয়ে বিকল হয়।

এ সময় আরেকটি ট্রাক এসে বিকল হওয়া ট্রাকটিকে টেনে নেয়ার চেষ্টা করছিলো। দুই ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে চালক ও সহযোগীরা লোহার চেইন দিয়ে ট্রাক দুইটি সংযুক্ত করছিলেন।

এ সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দুই ট্রাককে স্বজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শাহাদৎ হোসেন ও সবুজ ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ট্রাকের অপর চালক আরিফ হোসেনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন বলেন, তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo