আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলায় পানিরমটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর শেখ (৫২) নামের একজন কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে। নিহত লুৎফর শেখ কামটা গ্রামের মৃত আ. মজিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৯মার্চ) লুৎফর শেখ কামটার বিল থেকে ঘাষ কেটে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে হাত ধোয়ার জন্য তিনি পাশের একটি জলাশয়ে নামেন। সেখানে জনৈক আশ্বাব আলী নামের এক ব্যক্তির জমিতে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মটর বসিয়ে রাখেন। সেই মটরের জোড়া তারে অসতর্কতাবসতঃ লুৎফর শেখের হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানয়ীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে আসেন। সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
স্বাআলো/এসআর